বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ের যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় অসহায় ও দুস্থদের পাশে থেকে মানবিক কর্মকান্ড পরিচালনা করে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৪ জুন) টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

সকালে বান্দরবান সদর জোনের প্রশিক্ষন শেডে রিজিয়নের স্টাফ অফিসার (গ্রেড- ২) মেজর শায়েখ উজ জামান উপস্থিত থেকে ৩০৮ জন গরিব ও অসহায় দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায়দের প্রদানকৃত এসব শুকনা খাবারের তালিকায় ছিলো, ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম খেজুর, ৩ প্যাকেট বিস্কুট, ২ লিটার পানি, নুডলস ৩ প্যাকেট, স্যালাইন ৪ টি, গুড় ১ কেজি।

এসময় আরো রিজিয়নের জিএসও-৩ ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় মেজর শায়েখ উজ জামান জানান, আগামীতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।