খাগড়াছড়িতে পুলিশের হাতে ভারতীয় নাগরিক আটক, কসমেটিক উদ্ধার
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কসমেটিকসহ ইমামুল হক প্রকাশ খন্দকার ইমাম (১৮) নামে এক ভাতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে মাটিরাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খন্দকার ইমাম ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ভেপুর এলাকার এনামুল হক`র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাজারস্থ বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে ভারতীয় বিভিন্ন কসমেটিকস ও পরিচয়পত্র এবং নিজ ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা।
জব্দকৃত কসমেটিক্স এর বাজার মূল্য ২১ হাজার ৪১৫ টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।