চট্টগ্রামে বিজিবির হাতে ৪৬.১৪ ঘনফুট চিরাই কাঠসহ ড্রাম্পার ট্রাক জব্দ
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার ভূজপুর থানার আওতাধীন হেয়াকো বেকবাজার হতে অবৈধ ভাবে পাচারকালে ৪৬.১৪ ঘনফুট বিবিধ চিরাই কাঠ সহ একটি ড্রাম্পার ট্রাক জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন এর হেয়াকো বিওপির সদস্যরা।
গতকাল শনিবার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হেয়াকো বেকবাজার হতে মালিকবিহীন এসব কাঠ ও ট্রাক জব্দ করে বিজিবি।
সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর হেয়াকো বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বেকবাজার নামক স্থান হতে মালিকবিহীন ৪৬.১৪ ঘনফুট বিবিধ চিরাই কাঠ ও ১ টি ড্রাম্পার ট্রাক জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত কাঠ ও ট্রাক নিকটস্থ বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কাঠ পাচার রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদক পাচারসহ যে কোন অপতৎপরতা রোধে বিজিবি সচেষ্ট রয়েছে।