খাগড়াছড়িতে অবৈধ পথে পাচারকালে ৪৮০টি বিভিন্ন প্রকার বাঁশ উদ্ধার করল বিজিবি
নিউজ ডেস্ক
প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধ পথে পাচারকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অভিযান চালিয়ে ৪৮০টি বিভিন্ন প্রকার বাঁশ উদ্ধার করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার খাগড়াবিল বাজারস্থ রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় এসব বাঁশ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর খাগড়াবিল বিজিব ক্যাম্পে কর্মরত হাবিলদার মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত খাগড়াবিল বাজার এর রাস্তার উপর হতে মালিকবিহীন ৪৮০টি বিভিন্ন প্রকার বাঁশ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত বাঁশগুলো সকল কার্যক্রম শেষে রামগড় বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বাঁশ-কাঠ পাচার রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মাদক পাচারসহ যে কোন অপতৎপরতা রোধে বিজিবি সবসময় সচেষ্ট রয়েছে।