খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জেলার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলার অগ্রগতি মনিটরিং কমিটির সভা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, নারী ও শিশু নির্যাতন নিরোধ, নদী রক্ষা এবং কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থা উন্নয়ন সংক্রান্ত কমিটির সভাসহ আরোও কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সকালে(১৮ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারে বিভিন্ন সময়ে হত্যাকান্ড, চাঁদাবাজি, সড়ক দুর্ঘটনা রোধ, স্বাস্থ্য সেবা, বিদ্যুত সরবরাহ ব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া এলাকার সার্বিক পরিবেশ ও আইন-শৃংখলা পরিস্থিতি বিষয় তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।
এসময় জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রেজাউল করিম, পুলিশ সুপার আহমার উজ্জামান, রামগড় জোন উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবির, পৌরসভার মেয়র রফিকুল আলম, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহি অফিসার, চেয়ারম্যানসহ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।