সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

সিলেট সীমান্তে সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো বিএসএফভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত সীমান্তে গুলিতে নিহত সিলেটের দুই বাসিন্দার মরদেহ হস্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সোমবার (১৫ জুলাই) পতাকা বৈঠকের পর রাত ৮টার দিকে থানা পুলিশ ও বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

নিহতরা হলেন– কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমদ (৩২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুই যুবকের লাশ পতাকা বৈঠকের পর হস্তান্তর করেছে বিএসএফ। কেন তারা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলে তা খতিয়ে দেখা হচ্ছে।’

রবিবার সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে আলী ও কাউসার নিহত হন বলে জানা যায়।

পুলিশ সূত্র জানায়, নিহত দুজসহ আরও একজন সীমান্তের ওপার থেকে পণ্য আনার জন্য রবিবার সন্ধ্যায় ভারতে প্রবেশ করেন। সোমবার বিকালে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাউসার নিহত হয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।