শক্তিমান চাকমা হত্যা মামলার আসামী অমর জীবন চাকমা কারাগারে

শক্তিমান চাকমা হত্যা মামলার আসামী অমর জীবন চাকমা কারাগারে

শক্তিমান চাকমা হত্যা মামলার আসামী অমর জীবন চাকমা কারাগারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এমএন লারমা সমর্থিত জেএসএস এর নেতা শক্তিমান চাকমাসহ চারটি হত্যা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার (২৮ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক সহিদুল ইসলাম জামিন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সাবেক সশস্ত্র ক্যাডার ও সক্রিয় সদস্য অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০০৭ সালে ৫০০ টাকার ১০১টি জাল নোট রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে ২০১৮ সালেও পাহাড়ের আঞ্চলিক একটি দলের কর্মী শান্ত চাকমা হত্যা, লংগদুতে জংগলী চাকমা হত্যা, নানিয়ারচরে সাবেক উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও কালোময় চাকমা হত্যায় সংশ্লিষ্টার দায়ে মামলার আসামী করা হয় তাকে।

অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, আদালতে আত্মসমর্পণ করে চেয়ারম্যান অমর জীবন চাকমার সকল মামলায় জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালত জামিন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।