মিয়ানমার ইস্যু: জান্তাকে সকল পক্ষের সাথে আলোচনায় বসার আহবার যুক্তরাষ্ট্রের

মিয়ানমার ইস্যু: জান্তাকে সকল পক্ষের সাথে আলোচনায় বসার আহবার যুক্তরাষ্ট্রের

মিয়ানমার ইস্যু: জান্তাকে সকল পক্ষের সাথে আলোচনায় বসার আহবার যুক্তরাষ্ট্রের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে শান্তিপূর্ণ, প্রতিনিধিত্বমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল পক্ষের সাথে আলোচনায় বসার জন্য দেশটির সামরিক শাসকগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, ‘জরুরি অবস্থার মেয়দ বৃদ্ধির মধ্য দিয়ে মিয়নমারের (বার্মা) সামরিক শাসকগোষ্ঠী দেশটির জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করেছে। তারা সামরিক শাসনের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান বজায় রেখেছে।’

তিনি আরও বলেন, ‘শাসকগোষ্ঠীর উচিত মিয়নমারের জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা, অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া এবং সকল প্রকার বাধাহীন মানবিক সহায়তা প্রদান করা।’

মিলার বলেন, ‘সামরিক বাহিনীর পদক্ষেপ সংকটকে আরও দীর্ঘায়িত করেছে। এর ফলে ৩০ লক্ষেরও বেশি মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রতিবেশী দেশগুলিতে আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছে। এছাড়াও এর কারণে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য মিয়নমারের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যাবে যুক্তরাষ্ট্র এবং আমাদের অংশীদার ও মিত্ররা।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।