সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় বান্দরবানে পিবিসিপির বিক্ষোভ মিছিল - Southeast Asia Journal

সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় বান্দরবানে পিবিসিপির বিক্ষোভ মিছিল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির রাজস্থলীতে উপজাতি সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

১৯ আগস্ট সোমবার বিকালে বান্দরবান প্রেসক্লাবের থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিনসহ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে কোন রকমে ছাড় দেওয়া হবে না। যারা দিন-রাত পরিশ্রম করে দেশকে রক্ষার জন্য শান্তিতে নিয়োজিত তারা সে সেনাবাহিনী কে হত্যা করে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছে। তারা শুধু ওই এলাকার শত্রু নয় তারা সম্পূর্ণ বাংলাদেশের শত্রু।

যারা দেশে শান্তি চায় না তারা কোনদিনও বাংলাদেশের শান্তিপূর্ণ নাগরিক হতে পারে না। আর এই জঘন্য কাজ যে বা যারা করুক না কেন কোন সন্ত্রাসীকে ছাড় না দিয়ে শান্তি রক্ষার স্বার্থে দ্রুত বিচারের দাবি দাবি জানান সকল পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ই আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার আর্মি ক্যাম্প হতে ৪ কিলোমিটার দক্ষিনে পোয়াইতুখুম নামক এলাকায় সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা চালালে মোহাম্মদ নাসিম(১৯) নামে এক সেনাসদস্য নিহত হয়। আর তাতে সম্পূর্ণ এলাকা জুড়ে সকল জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।