রাঙামাটিতে মুখোমুখি ইউপিডিএফ-জেএসএস

রাঙামাটিতে মুখোমুখি ইউপিডিএফ-জেএসএস

রাঙামাটিতে মুখোমুখি ইউপিডিএফ-জেএসএস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস অধ্যুষিত রাঙামাটি শহরে প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছে জেএসএস-ইউপিডিএফ নেতাকর্মীরা। আতঙ্কে দোকানপাট বন্ধ করে ঘরে ফিরছেন ব্যবসায়ীরা, শহর টহলে নেমেছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌ-পথে রাঙামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতাকর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শহরের ভেদভেদ শিমুলতলী এলাকায় নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি কর্মসূচি অংশগ্রহণকারীর একটি গ্রুপ।

অন্যদিকে, কলেজগেইট এলাকায় ইউপিডিএফের নেতাকর্মীরা অবস্থান নিলে জেএসএস নেতাকর্মীরা মুখোমুখি হয়। এছাড়া রাজবাড়ী নৌ-পথে ইউপিডিএফ নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। এক পর্যায়ে ইউপিডিএফ নেতাকর্মীরা রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে তারা নৌপথ যোগে চলে যায়।

বর্তমানে রাঙামাটি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শহরের পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত টিএন্ডটি, কল্যাণপুর ও বনরূপায় দোকানপাট বন্ধ হয়ে গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।