৩ চালককে অপহরণের প্রতিবাদে ফের বিক্ষোভে উত্তাল সম্প্রীতির বান্দরবান
 
                 
নিউজ ডেস্কঃ
বান্দরবানের রুমা উপজেলা থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক গত ১৯ আগষ্ট অস্ত্রের মুখে জিম্মি করে ৩ গাড়ি চালককে অপহরণের প্রতিবাদে আবারো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবান।
৩ গাড়ি চালককে মুক্তি ছাড়াও পাহাড়ে খুন, সন্ত্রাস ও চাদাঁবাজি বন্ধে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও সচেতন নাগরিক সমাজ।
বুধবার (২১ আগষ্ট) সকালে জেলা শহরের বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে মুক্ত মঞ্চের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় মিছিল পরবর্তী সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের জেলা আহবায়ক মিজানুর রহমান আখন্দ’র সভাপতিত্বে সাবেক সচিব আব্দুল ওহাব, কর্ণেল (অবঃ) এস এম আইয়ুব, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মুজিবুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সম্প্রীতির বান্দরবানবাসীর নিরাপত্তা, রুমায় অপহরণকারী ও রাজস্থলীতে সেনা সদস্য হত্যাকারীসহ পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবি, বৈষম্যহীন প্রশাসন গঠণ, পুনঃ নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপনের আহ্বান ছাড়াও বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
পরে সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও অপহৃতদের ছেড়ে না দিলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
