২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামীলীগ
![]()
নিউজ ডেস্কঃ
২১শে আগস্ট সকালে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।
বুধবার (২১ আগষ্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যর মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময়, জাতির জনকের বংশধরদের ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে বিএনপি জামায়াত জোট সরকার ২১শে আগস্ট গ্রেডেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করে রাঙামাটির সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এ সকল হামলাকারীদের মুল হোতাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার আহবান জানান।