ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নাঈম হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তের ৩৮৫নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাঈম আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নাঈম ও স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব কৃষি জমিতে কাজ করতে যান ওই গ্রামের কয়েকজন কৃষক। এসময় ভারতীয় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে আহত হন নাঈম।
পরে অন্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এসময় নাঈমের সঙ্গে থাকা ব্যক্তিরা জানান, হঠাৎ দেখা মাত্র গুলি করেছে। নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আজ গুলিতে আহত হতে হয়েছে। ভাগ্য ভালো মারা যায়নি। এসব বন্ধ করা হোক। না হলে কৃষক বাচতে কীভাবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।