টেকনাফে পালিয়ে এলো মিয়ানমারের বিজিপির ১৩ সদস্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের নাফ নদ দিয়ে টেকনাফ সীমান্তে বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে এসেছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফ নদ দিয়ে পালিয়ে আসেন তারা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এলেন। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরতও পাঠানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।