সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিলেন বিজিবি সদস্যরা
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে প্রত্যন্ত সীমান্তবাসীর মাঝে নিজেদের জন্য বরাদ্দকৃত ওষুধ বিতরণ করেছেন বিজিবি সদস্যরা। আজ রোববার সকালে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তেলকুপি কলমদর আলীম মাদ্রাসা প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প করে এসব ওষুধ বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ মেডিকেল ক্যাম্পে বিজিবির হাসপাতালের একজন চিকিৎসক রোগিদের চিকিৎসাসেবা দেন। পরে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক জানান, মেডিকেল ক্যাম্পে ছয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তাদের সবাইকেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
বিজিবির এমন সামাজিক কর্মকাণ্ডের কারণে সীমান্তের অপরাধ প্রবণতা কমেছে দাবি করে লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা সীমান্তের মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ন সম্পর্ক গড়ে তুলতে চাই। পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সীমান্তের দারিদ্র নিরসনসহ অপরাধ প্রবণতা কমিয়ে আনতে চাই।’
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি সীমান্তের মানুষ। তেলকুপি গ্রামের বাদলি রাণী বলেন, ‘আমাদের গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের বেশি দূরে। দূরত্বের কারণে নিয়মিত চিকিৎসা নিতে যান না অনেকেই। হাতের কাছে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি এলাকার মানুষ।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।