জয়পুরহাটে সকল সম্প্রদায়ের সাথে বিজিবির সম্প্রীতি সভা, মানবিক সহায়তা বিতরণ

জয়পুরহাটে সকল সম্প্রদায়ের সাথে বিজিবির সম্প্রীতি সভা, মানবিক সহায়তা বিতরণ

জয়পুরহাটে সকল সম্প্রদায়ের সাথে বিজিবির সম্প্রীতি সভা, মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে জয়পুরহাটের সীমান্ত এলাকায় বসবাস করা সকল সম্প্রদায়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে বিজিবির আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভূটিয়াপাড়া বিওপি’র অধীন শালপাড়া আইডিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ সভা।

আজ রোববার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ওই সম্প্রীতি সভা, মানবিক সহায়তার অংশ হিসেবে সীমান্তবর্তী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী, দরিদ্র ও অসহায়দের মাঝে সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

এসময় তিনি বলেন, আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না, জয়পুরহাটে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনাদের জানমাল রক্ষায় ও সাহস জোগাতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছে এবং সব সময় আপনাদের পাশেই থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো: হামিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ১৪ বিজিবি’র ভুটিয়াপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহ আলম, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা, জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, কেশবপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি নবীন চন্দ্র রায়, ধলাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবু মাস্টার, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রসিদ মিল্টন, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ব্যবসায়ী হারুনুর রসিদ, ছাত্র সমাজের প্রতিনিধি জুয়েল হোসেন, মুকিত হোসেন, আগাইর মন্দিরের পুরোহিত নরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

সম্প্রীতি সভা শেষে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী, সাত জনকে সেলাই মেশিন ও সাত জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ ছাড়াও তিনটি মন্দির সংস্কারের জন্য ৩০ হাজার ও একটি মাদ্রাসায় ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সম্প্রীতি সভায় বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, সুধিজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।