সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা, সতর্ক থাকার অনুরোধ আইএসপিআরের
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে চাঁদাবাজির চেষ্টা করছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় র্স্বাথান্বষেী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে বিভিন্ন সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।
আইএসপিআর আরো জানায়, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোন অভিযান পরিচালনা করে না।
এ প্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক হওয়ার অনুরোধ জানায় আইএসপিআর। এছাড়া, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।