খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনীর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (মাটিরাঙ্গা জোন)।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল কামরুল হাসান। এর পরপরই মাটিরাঙ্গার ইসলামপুর এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত যাত্রীছাউনির উদ্বোধন করেন তিনি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনীর

এর আগে, মাটিরাঙ্গা জোন সদরে জোনের আওতাধীন এলাকার শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী, একজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসাসেবা ক্যাম্পে ৭৪৬ জনকে সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনীর

লে. কর্নেল কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে আছে। মানুষের আস্থাভাজন ও গৌরবের প্রতীক হিসেবে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।