বান্দরবানে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
![]()
নিউজ ডেস্কঃ
নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে থাকছে চারদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালা।
এ উপলক্ষে বেলুন উড়িয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ ।
শোভাযাত্রাটি বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নানা রং এ বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে লক্ষীপদ দাস, অমল কান্তি দাস, সুজন চৌধুরী (সঞ্জয়), আকাশ চৌধুরী প্রমুখ।
২৫ আগষ্ট ভোরে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।