খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন

খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন

খাগড়াছড়ির মানিকছড়িতে বন্যার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম তিনটহরী এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন তারা।

স্থানীয়দের মধ্যে চাল, আটা, ডাল, তেল, বিস্কুট, খাবার স্যালাইনসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সিন্দুকছড়ি জোনঅধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা নিজে উপস্থিত থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দুর্যোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা, খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে আছি, আগামীতেও থাকব।” তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এ মানবিক সহায়তা কার্যক্রমে সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় মানিকছড়ি ক্যাম্পের কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকারসহ অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।