ফটিকছড়িতে বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন
নিউজ ডেস্ক
চট্টগ্রামে ভেঙে গেছে হালদা নদীর উপর নির্মিত বাঁধ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রায় ১৫ ফুট বাঁধ ভেঙে গেছে। ফলে পানি ঢুকছে ফটিকছড়িতে। এর বাইরে বিভিন্ন এলাকায় হালদা নদীর উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া টানা বর্ষনে সৃষ্ট বন্যায় দিশেহারা চট্টগ্রামের এ উপজেলার বাসিন্দারা। বিশেষ করে উপজেলার ভূজপুরসহ আশেপাশের এলাকায় বন্যায় কবলিত হয়েছে হাজার হাজার মানুষ।
তবে বর্তমানে পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফটিকছড়ি উপজেলার অনেক এলাকায় রয়ে গিয়েছে মানুষের আর্তনাদ। ঘরে ঘরে রয়েছে খাবারের সংকট, রয়েছে বিশুদ্ধ পানির অভাব এবং জীবন যাপনের সুষ্ঠ পরিবেশ।
মানুষের কষ্ট লাঘবের জন্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধিনস্থ লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা গত ২০ আগস্ট হতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। পৌছে দিয়েছে একমুঠো খাবার এবং বিশুদ্ধ পানি। যার ফলে মানুষ ফিরে পেয়েছে পুনরায় বাঁচার আশ্বাস। সেনাবাহিনীকে কাছে পেয়ে মানুষ ফিরে পেয়েছে পুনরায় মাথা তুলে দাঁড়াবার মনোবল।
লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যগণ বিপুল পরিমানে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি নিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে ছুটে গিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের দ্বারে দ্বারে।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম সরেজমিনে উপস্থিত থেকে বন্যা দূর্গত মানুষের জন্য খাদ্য সামগ্রী এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করেন। এসময় জোন অধিনায়ক বন্যা চলাকালীন সময়ে এলাকাবাসিকে সর্বাত্নক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতির উত্তরণ হলেও এর ক্ষয়-ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে মানুষের। মানুষের এই দুঃসময়ে সর্বদা পাশে থেকে সহায়তা করে যাবে লক্ষ্মীছড়ি জোন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।