রাঙামাটির নানিয়ারচরে পানিবন্দি মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে পানিবন্দি মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে পানিবন্দি মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

দেশের চলমান বন্যায় রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে নিম্নাঞ্চলে বসবাসরত অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (২৪ আগস্ট) সকালে অসহায় পরিবার সমূহের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নানিয়ারচর জোন।

নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় নানিয়ারচর পুরাতন বাজার ও বামফিল্যান্ড এলাকায় অসহায় পরিবারসমূহের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জোনের পক্ষ থেকে পানিবন্দি হয়ে পড়া ২০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল ও লবনসহ নিত্যপণ্য সামগ্রী হস্তান্তর করেন ক্যাপ্টেন মোঃ সাদমান সাকিব অন্তু।

জোন অধিনায়ক জানিয়েছেন, নানিয়ারচর জোন দূর্যোপপূর্ন পরিস্থিতিতে তার দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।