খাগড়াছড়ির মহালছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মহালছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মহালছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।

এদিন চিকিৎসা সেবা প্রদান করেন ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসা সেবায় রাঙামাটি সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা ও সেনাবাহিনীর ১ জন মেডিকেল অফিসারের সমন্বয়ে প্রায় ৭ শতাধিক দুস্থ ও হতদরিদ্র বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

খাগড়াছড়ির মহালছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

এ সময় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরণের সময় উপযোগী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। বন্যার্ত মহিলা, শিশু ও বয়োবৃদ্ধ জনসাধারণ এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন অধিনায়ক জানিয়েছেন, মহালছড়ি সেনা জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।