টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে টেকনাফ ব্যাটালিয়নের ২-বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো: মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, টেকনাফের সেয়ারিগোদা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে কৌশলগত অবস্থানে থাকে বিজিবি।
সোমবার রাত আড়াইটার দিকে বিজিবি টহলদল দুই ব্যক্তিকে সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে তাদের ফেলে যাওয়া দু’টি প্লাস্টিকের বস্তা থেকে ৫০
হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।