পাকিস্তানে বন্যায় দুই মাসে অন্তত ৬০০ জনের মৃত্যু
 
                 
নিউজ ডেস্ক
পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১ জুলাই থেকে এপর্যন্ত অন্তত ৬০০ মানুষের প্রাণহানি হয়েছে। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাবে।
এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া, সিন্ধু ও বেলুচিস্তান। আরও কয়েকদিন সিন্ধু, বেলুচিস্তান এবং পাঞ্জাবের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পাকিস্তানের বেশ কয়েকটি অংশে আরো বৃষ্টির পাশাপাশি ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় আসনা ১২ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম দিকে আরো অগ্রসর হওয়ার পর দুর্বল হয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এছাড়া, পাকিস্তানে নতুন করে ভারি বৃষ্টিতে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির বিভিন্ন প্রদেশ। ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনজীবন। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, বাড়িঘরসহ নানা স্থাপনা। ভয়াবহ এ বন্যায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারি বৃষ্টিতে ভূমিধ্বস হয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন।
পাকিস্তানের বেলুচিস্তানের অবস্থাও বেশ খারাপ। প্রদেশটির ১৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার বাসিন্দা। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে আরও ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে টানা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের গুজরাটে। খাবার, পানি ও আশ্রয়ের অভাবে বাসিন্দাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। ঘরবাড়ি ছেড়ে মানবেতর জীবনযাপন করছেন গুজরাটের হাজার হাজার বাসিন্দা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
দেশটির দক্ষিণে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, সিকিম ও পশ্চিমবঙ্গে। এছাড়া ৪ ও ৫ সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
