মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীর দখলকৃত অঞ্চলে পাল্টাহামলার হুমকি জান্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর দখলকৃত অঞ্চলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন দেশটির জান্তাপ্রধান। এ জন্য সেখানকার বেসামরিক নাগরিকদের সতর্ক করেছেন তিনি।
গতকাল বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সম্প্রতি চীন সীমান্তবর্তী শান প্রদেশে বিরোধীদের কাছে বেশ কিছু অঞ্চলের দখল হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
এ ছাড়া সামরিক স্থাপনা ও সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে জান্তাপ্রধান মিন অং হ্লেইং গত মঙ্গলবার বলেছেন, জান্তাবাহিনী পাল্টাহামলা চালাবে। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক ভবন এবং নিরীহ বেসামরিক লোকজনকে মানবঢাল বানানোর অভিযোগ তুলেছেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।