মণিপুরে সহিংসতায় মোদির সরকারের কাছে মুখ্যমন্ত্রীর ৮ দফা দাবি

মণিপুরে সহিংসতায় মোদির সরকারের কাছে মুখ্যমন্ত্রীর ৮ দফা দাবি

মণিপুরে সহিংসতায় মোদির সরকারের কাছে মুখ্যমন্ত্রীর ৮ দফা দাবি

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরের অস্থির পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রের কাছে ৮ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাপনা তদারককারী ইউনিফাইড কমান্ডের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। বর্তমানে এই কমান্ড নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং বিজেপি ও তার মিত্র দলের বিধায়করা রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের কাছে এই দাবিগুলোর তালিকা জমা দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী, সংবিধানের আওতায় নির্বাচিত সরকারকে ইউনিফাইড কমান্ডের পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব দেওয়া উচিত।

দাবিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের অস্ত্রবিরতির চুক্তি বাতিল করা, যাতে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান পরিচালনা করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে মণিপুরের একটি সর্বদলীয় বৈঠকেও কেন্দ্র ও রাজ্য সরকারকে এই চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়েছিল, যাতে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযান চালানো সম্ভব হয়।

এছাড়া, তালিকায় রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মণিপুরে গত বছরের মে মাসে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর থেকেই রাজ্যে সহিংসতা চলছে। মুখ্যমন্ত্রী ও বিজেপির বিধায়করা রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দাবি জানিয়ে সীমান্তে বেড়া নির্মাণের কাজ সম্পন্ন, জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) কার্যকর এবং সব অবৈধ অভিবাসীকে বহিষ্কারের দাবি করেছেন।

মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। মেইতেইরা নিজদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবি জানালেও কুকিরা মণিপুর থেকে আলাদা প্রশাসন চাচ্ছে। কুকিরা মিয়ানমারের চিন রাজ্য ও মিজোরামের সঙ্গে জাতিগত সম্পর্কযুক্ত। তাদের অভিযোগ, মেইতেইদের সঙ্গে সম্পদ ও ক্ষমতার বণ্টনে বৈষম্য করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।