খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থদের মাঝে বিজিবির মানবিক সহায়তা বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে অনুদান প্রদান করেছে বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন আওতাধীন এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির এসব অনুদান প্রদান করেন।
অনুদানের মধ্যে আবেদনের প্রেক্ষিতে ৬ ব্যাক্তিকে ১২ বান্ডেল ও ২ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বান্ডেল ঢেউটিন, বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির চিকিৎসা, মন্দির সংষ্কারের জন্য নগদ আর্থিক অনুদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ অনুদান, ৫টি মাদ্রসায় চাল ও চিনি বিতরণ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে স্থানীয় ৫০ জন এবং অধীনস্থ ৫টি বিওপি হতে ১১০ জনকে বস্ত্র সহায়তা প্রদানসহ সর্বমোট ২ হাজার ৫৯১ জন সুবিধাভোগীর মাঝে মোট ২ লাখ ৭ হাজার একশত টাকার অনুদান প্রদান করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বিজিবি। আগামীতেও এধরণের সহায়তা অব্যা হত থাকবে বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
