বন্যায় বিপর্যস্ত মিয়ানমার, ১৯ জনের প্রাণহানি
নিউজ ডেস্ক
শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৬০০ জন মানুষকে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ফায়ার সার্ভিস।
জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত বৃহস্পতিবার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মিয়ানমারের ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট জানিয়েছে, রাজধানী নেপিদোর আশপাশের প্রায় ১৬২ বর্গকিলোমিটার এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া মান্দালয় শহরের ৩৬৬ বর্গকিলোমিটার এলাকাও প্লাবিত হয়েছে। মিয়ানমারের দমকল বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নেপিদো অঞ্চলের ৩০টি এলাকা থেকে নৌকায় করে ছাদে আটকে থাকা নারী ও শিশুসহ বাসিন্দাদের উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
গত সপ্তাহে চীন ও ভিয়েতনামে আঘাত হানে টাইফুন ইয়াগি। এটিকে গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করা হচ্ছে। টাইফুন ইয়াগির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনাম। এর প্রভাবে বন্যা দেখা দিয়েছে থাইল্যান্ডেও।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।