কুমিল্লায় বন্যাপীড়িত ৩২০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

কুমিল্লায় বন্যাপীড়িত ৩২০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

কুমিল্লায় বন্যাপীড়িত ৩২০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার লাকসামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বন্যাপীড়িত অসহায় আরো ৩২০ টি পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি, লক্ষীপূর, গোবিন্দপুর, গাজিরপাড়, শ্রীরামপুর ও শিবাখোলা গ্রামের বন্যাপীড়িত ৩২০টি অসহায় পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লাকসামে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সামছুল আরেফিনসহ অন্যান্য সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানকালে সার্বিক সহযোগিতা করেন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও লাকসাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, দোগাইয়া আশরাফিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মো. শাফায়েত হোসেনসহ এলাকার বেশ কিছু স্বেচ্ছাব্রতী যুবক।

লাকসাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল জানান, আজকে প্রত্যন্ত এলাকার হতদরিদ্র ও বন্যাপীড়িত অসহায় ৩২০ টি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর এই খাদ্য সহায়তা প্রদান নি:সন্দেহে প্রশংসার দাবিদার। তিনি এমন মানবিক সহায়তা প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর লাকসামে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী জানান, লাকসাম উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ প্রতিদিন উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং এ মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, লাকসাম ছাড়াও বন্যাকবলিত পার্শ্ববর্তী মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট উপজেলাতেও বন্যাপীড়িত অসহায়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।