সিরাজগঞ্জে যমুনার তীররক্ষা বাঁধ সংস্কার করলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ কাজীপুরের মেঘাই যমুনা নদীর পুরাতন তীররক্ষা বাঁধের ৭০ মিটার সিসি ব্লক সংস্কার করেছে সেনাবাহিনী।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া অঞ্চলের সিরাজগঞ্জ জেলায় দায়িত্বরত ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যদের একটি দল, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সহায়তায় এ সংস্কারের কাজ শুরু করে। এর আগে শনিবার রাতে প্রবল স্রোতের কারণে তীররক্ষা এ বাঁধের তলদেশ থেকে মাটি সরে ভাঙন শুরু হয়।
এ বাঁধ ক্ষতিগ্রস্ত হলে কাজীপুর উপজেলাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম ডুবে যাবে। এমন আশঙ্কায় সেনা সদস্যরা ভাঙন স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে সংস্কার করে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় সেনাবাহিনী দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এতে স্থানীয়দের ভাঙন আতঙ্ক কিছুটা দূর হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।