ব্রাহ্মণবাড়িয়ায় ১২ হাজার ইয়াবাসহ দুজন গ্রেফতার
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১১ হাজার ৮৭৫ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কামালমোড়া এলাকা থেকে বিজিবি ২৫ ব্যাটালিয়ন অভিযানে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রাকিব হোসেন জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের মো. মুলু হোসেনের ছেলে ও একই উপজেলার ঘনশ্যামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. অন্তর।
বৃহস্পতিবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১১ হাজার ৮৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। তাদের বিরুদ্ধে বিজয়নগর মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।