রাঙামাটিতে ইয়াবাসহ আটক ১ - Southeast Asia Journal

রাঙামাটিতে ইয়াবাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ সজল দাশ (২৭) নামে একজনকে কে গ্রেফতার করেছে রাঙামাটি ডিবি পুলিশ।

শনিবার ৯৩১ আগষ্ট) সকাল সাড়ে এগারোটার দিকে সজল দাশকে আটক করা হয়। আটক সজল কাঠালতলি এলাকার দিলীপ দাশের ছেলে। ডিবি পুলিশ জানায়, সজল দাশ রাঙামাটিতে একজন অন্যতম ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। এসব মামলায় জামিন নিয়ে ইয়াবা ব্যবসা চালাচ্ছিল।

রাঙামাটি ডিবি পুলিশের ওসি হুমায়ন কবির বলেন, মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি সজলের সহযোগীদেরও গ্রেফতারের অভিযান চলছে।