প্রশান্তকে সভাপতি ও আতুকে সম্পাদক করে পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
প্রশান্ত ত্রিপুরা (কালা)কে সভাপতি ও আতু মারমাকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
পেরাছড়া ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি দ্রোন চার্য ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চাইথোং মারমার সঞ্চালনায় কাউন্সিলে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে। এছাড়াও গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি আম্যে মারমাসহ পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২য় অধিবেশনে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে’র সঞ্চালনায় পুরাতন কমিটিদের বিলুপ্তি ঘোষণা ও নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা। কাউন্সিলে সদস্যদের গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে সভাপতি প্রশান্ত ত্রিপুরা (কালা) বিজয়ী হন, সাধারন সম্পাদক পদে আতু মারমা বিজয়ী হন।