রাঙামাটিতে ৫৪ বিজিবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটিতে ৫৪ বিজিবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটিতে ৫৪ বিজিবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নানা আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

অঅজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে ব্যাটালিয়ন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১তম প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

পরে ৫৪ বিজিবি‍‍র সকল সেনাসদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ নেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি‍‍) অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহমুদুর রহমান, বাঘাইছড়ির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি‍‍) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান,
সেনাবাহিনীর বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খায়রুল আমিনসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও অন্যান্যরা।

এসময় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান আমন্ত্রিত অতিথিবৃন্দকে প্রীতিভোজে অংশ গ্রহণের আমন্ত্রণ জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।