সিলেটে পৌনে এক কোটি টাকার ভারতীয় চা পাতা-চিনি জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট থেকে পৌনে এক কোটি টাকার ভারতীয় চিনি ও চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ৫৫০ কেজি চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা পাতা। যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।
তিনি বলেন, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।