চট্টগ্রামে ৪৩ বিজিবির অভিযানঃ ইয়াবা ও ভারতীয় রুপিসহ মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী নুরুন্নবী
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার ভূজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারের তৈরী ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ প্রায় সাড়ে ৮ হাজার টাকা ও ভারতীয় রুপিসহ মোহাম্মদ নুরুন্নবী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্ত হেয়াকো বিওপির সদস্যরা এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হেয়াকো বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ খাবিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত পশ্চিম সিকদারখীল নামক স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নুরুন্নবী হেয়াকো বাজারের পশ্চিম সিকদারখীল এলাকার আমিনুল হকের ছেলে বলে জানা গেছে।
বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা, ইয়াবা, মোবাইল ও সীমসহ আটককৃত নুরুন্নবীকে নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভূজপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিজিবির রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, যে কোন মূল্যে সীমান্তে মাদকের আগ্রাসন প্রতিরোধ ও চোরাচালান বন্ধ করতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।