১৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন

১৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন

১৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নে পক্ষ থেকে বিভিন্ন পূজা উদযাপন কমিটিকে আর্থিক অনুদানকালে তিনি একথা বলেন।

এসময় লক্ষ্মী নারায়ণ মন্দিরে ৩০ হাজার টাকা ও অনান্য মন্দিরগুলোকে ১০ হাজার টাকা সহ আরও দু’জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

১৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন

এতে উপস্থিত ছিলেন রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাবির সোবহান মিয়াদ।

অনুদান প্রদান শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পরামর্শ দেন এবং সার্বিক বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।