‘দুর্গাপুজায় খাগড়াছড়িতে কাউকে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না’

‘দুর্গাপুজায় খাগড়াছড়িতে কাউকে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না’

‘দুর্গাপুজায় খাগড়াছড়িতে কাউকে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল আবুল হাসনাত জুয়েল পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন। সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি সেনা জোনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে প্রতিশ্রুতি দিয়ে সার্বিক বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

শনিবার (৫ অক্টোবর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে জোনের আওতাধীন ১৮টি পূজামন্ডপের উদযাপন কমিটির নেতৃত্বে হাতে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এ কথা বলেন।

‘দুর্গাপুজায় খাগড়াছড়িতে কাউকে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না’

তিনি বলেন, সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে আমাদের প্রয়াস এতে এই আয়োজন। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়তে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। চিন্তার কোন কারন নেই বলে তিনি স্পর্ট ভাবে জানিয়ে দেন।

তিনি বলেন, সারাদেশে মানুষ সেনাবাহিনীকে চ্ইা। কিন্তু পাহাড়ে মুষ্টিমেয় কিছু লোক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। কারণ পাহাড়ে সেনাবাহিনী থাকলে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে বিঘ্ন ঘটে।

এ সময় জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।