খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৫৩ পিস ভারতীয় কাপড় উদ্ধার করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। এসব কাপড়ের বাজারমূল্য আনুমানিক প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা।

শনিবার (৫ অক্টোবর ) ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ কাপড় গুলো জব্দ করা হয়।

জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ওয়াচু আনন্দ বাজার এলাকায় দিয়ে অবৈধ পথে ভারতীয় কাপড় মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গায় প্রবেশ হয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে যাছে এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার টিএ মো: হারুনের নেতৃত্বে সি টাইপ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড়ের দুটি বস্তা চৌধুরীঘাট এলাকায় রাস্তার উপর ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জিন্সের প্যান্ট ২৭টি, টি শার্ট ৬৬ টি, শার্ট ৪৪টি, কলার টি শার্ট ১৬টি, মোট ১৫৩ টি ভারতীয় কাপড় জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত কাপড় গুলো যথাযথ জমা করনের প্রক্রিয়া চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।