অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪ বিজিপি সদস্যকে হস্তান্তর করা হবে আজ - Southeast Asia Journal

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪ বিজিপি সদস্যকে হস্তান্তর করা হবে আজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী-বিজিপি’র চার সদস্যকে আজ ৪ সেপ্টেম্বর বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বুধবার দুপুর ১২ টার দিকে উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে আটক ৪ জন বিজিপি সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এসময় মিয়ানমার ও বাংলাদেশের দুইটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর বাংলাদেশ পয়েন্ট থেকে এ ৪ জন বিজিপি সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছিলো। পরে বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এসময় তাদের ব্যবহৃত একটি স্পিটবোট, অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।