দূর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

নিউজ ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজা উপলক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সেনা রিজিয়ন মাঠে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান হিন্দু সম্প্রদায়ের দরিদ্র ও অসহায় ১২০ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এ সম্প্রীতি রক্ষায় আমরা সকলেই একত্রিভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আজকের এই সামান্য আয়োজন। আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা সুষ্টুভাবে সম্পন্ন করতে সক্ষম হবো এবং আমাদের এ ধরনের উদ্যোগে আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জোনের ক্যাপ্টেন মোহাম্মাদ আব্দুল মান্নান, লে. মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে ১ম পর্যায়ে ৮টি পূজা মণ্ডপে নগদ টাকা ও ১২০ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান হয়েছে। ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।