দূর্গাপূজায় সীমান্তবর্তী মণ্ডপসমূহে নিরাপত্তা দিবে বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন

দূর্গাপূজায় সীমান্তবর্তী মণ্ডপসমূহে নিরাপত্তা দিবে বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন

দূর্গাপূজায় সীমান্তবর্তী মণ্ডপসমূহে নিরাপত্তা দিবে বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির সীমান্তবর্তী পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

এরই মধ্যে বিজিবি সদস্যরা বিভিন্ন মণ্ডপের নিরাপত্তায় কাজ শুরু করেছেন।

এছাড়া দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির সীমান্তবর্তী পূজামণ্ডপ সমূহে যেকোনো ধরনের জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য হটলাইন নাম্বার চালু করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

বিজিবি জানিয়েছে, পূজা মণ্ডপসহ আশেপাশের এলাকায় যে কোন অপতৎপরতা প্রতিরোধের লক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের মোবাইল নম্বর: 01769601309 ও বিকল্প নাম্বার: 01769611407 চালু কেরা হয়েছে।

এছাড়াও পূজামণ্ডপের নিকটবর্তী বিওপি ক্যাম্প থেকেও নিয়মিতভাবে টহল পরিচালনা করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি এবং পূজা উদ্যাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়পূর্বক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরধারি বৃদ্ধি করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বিজিবি সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য আহ্বান জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।