৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে কাঠভর্তি ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার টাইংখালী এলাকার আলী আহমেদের ছেলে ও ট্রাকের মালিক মো. ইউছুপ (৩৫), একই এলাকার হামিদুল হকের ছেলে ও ট্রাক চালক খাইরুল বশর (৩০) এবং বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ব্লকের আলী হোছনের ছেলে মো. ইয়াছিন (৩২)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় টেকনাফ থেকে আসা কাঠবোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এতে ট্রাক থেকে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।