মহালছড়িতে ভ্রাম্যমান আদালত কর্তৃক সড়কে অভিযান পরিচালনা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কিছু মোটর সাইকেল চালককে চলাচলে সতর্ক ও অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের সম্মুখের সড়কে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে মোটর সাইকেল চালকরা নিজেদের নিরাপত্তার জন্য মাথায় হেলমেট না পরে মোটর সাইকেল চালানোর দায়ে ও সরকারী আইন না মানার অপরাধে মোটরযান আইন ১৯৮৩ এর ১৩৭ ও ১৩৮ ধারায় ১৩টি মামলায় মোটর সাইকেল চালকদের নিকট সচেতনতা বৃদ্ধিমূলক অর্থদন্ড ১ হাজার ৬শত টাকা জরিমানা হিসেবে আদায় করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত সকল যানবাহন চালকসহ সাধারণের উদ্দেশ্যে বলেন, ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে জরিমানা বা অর্থদন্ড আদায় করা সরকারের উদ্দেশ্য নয় সরকার ও প্রশাসনের মূল উদ্দেশ্য হলো সতর্কতা ও সচেতনতা বৃদ্ধি করে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করা। আর সে লক্ষ্যেই সরকার ও প্রশাসন কাজ করছেন বলে গণমাধ্যমকে জানান তিনি।