‘কঠিন চীবরদান উৎসবে সব ধরণের নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত’
![]()
নিউজ ডেস্ক
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে কঠিন চীবরদান উৎসব পালন করুন। সব ধরণের নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে চাই। তাই সকলের ঐক্যমতে কাজ করতে হবে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বিজিবির কনফারেন্স রুমে হেডম্যানেদের সঙ্গে মতবিনিময় সভায় ৪১ বিজিবির অধিনায়ক এ কথা বলেন।
এসময় কাপ্তাই উপজেলার আওতাধীন ওয়াগ্গাছড়া জোনের অধিনস্থ ৪টি মৌজার হেডম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা ‘‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এ মূলমন্ত্রকে সর্বদা সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিজ ওয়াগ্গাছড়া জোনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদাই অত্যন্ত সচেষ্ট এবং নিবেদিত। এ প্রেক্ষিতে অধিনায়ক আগত বিভিন্ন মৌজার হেডম্যানদের নিজস্ব এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নতির জন্য জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য অনুরোধ জানান।
এছাড়াও সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জোন এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ সহযোগিতা প্রদানের কথাও ব্যক্ত করেন। এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অন্যান্য অফিসার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।