রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হুইল চেয়ার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির দুই শারীরিক প্রতিবন্ধী ও রাঙ্গামাটি ডায়াবেটিক হাসপাতালে তিনটি হুইল চেয়ার বিতরন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ একেএম মকছুদ আহমেদ, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষিকা সুমিয়া চাকমা উপস্থিত ছিলেন।
বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতিবন্ধীরা কারো বোঝা নয়, প্রতিবন্ধী এখন কোন লজ্জার বিষয়ও নয়। প্রতিবন্ধীদের জন্য গণসচেতনতা সৃষ্টি হয়েছে। সকল পেশা শ্রেণীর মানুষসহ বিত্তবানরা প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসছেন। তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলে অংশীদার হতে পারেন। অন্তত কিছু করতে না পারলেও প্রচার করে একটি মহান সামাজিক দায়িত্ব পালন করতে পারেন।