নানিয়ারচর সেনাজোন কর্তৃক দুর্গাপূজা অনুষ্ঠানে অনুদান প্রদান

নানিয়ারচর সেনাজোন কর্তৃক দুর্গাপূজা অনুষ্ঠানে অনুদান প্রদান

নানিয়ারচর সেনাজোন কর্তৃক দুর্গাপূজা অনুষ্ঠানে অনুদান প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জেলার নানিয়ারচর সেনাজোন কর্তৃক ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে জোনের আওতাধীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য নানিয়ারচর জোনের পক্ষ হতে প্রণোদনা প্রদান করা হয়েছে।

এসময় নানিয়ারচর সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী মন্দির সভাপতির নিকট উক্ত প্রণোদনা হস্তান্তর করেন।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দায়িত্বপূর্ণ এালাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।