দিনাজপুরের ফুলবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শন করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় কর্নেল মুহাম্মদ সুলতান মাহমুদ শ্যামলের নেতৃত্ব সেনাবাহিনীর একটিদল ফুলবাড়ী কেন্দ্রিয় কালি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে পূজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু তারেক মোহাম্মদ রাশেদ, মেজর মো: আসিফ হাসান খান, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, কেন্দ্রিয় কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ নারায়ণ, সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা জয়রাম প্রসাদসহ পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্নেল মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, সম্প্রদায় সম্পৃতির বাংলাদেশ, এ দেশে সকল ধর্মের মানুষ তাদের নাগরিক অধিকার, ধর্ম পালনের অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।