রাঙামাটির লংগদুতে বিজিবি জোনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে বিজিবি জোনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে বিজিবি জোনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘‘খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে মোবাইল-ক্যাসিনো সহ বিভিন্ন অসামাজিক কাজ থেকে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটির লংগদুর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বারোটি টিমের মিলন মেলায়, সোনারগাও পূর্বপাড়া একাদশ বনাম এফআইডিসি একাদশ এর মধ্যে গুলশাখালী বর্ডারগার্ড কলেজ মাঠে রাজনগর জোন কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন, রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ আলম।

টুর্নামেন্টটি সুন্দর সুষ্ঠু ভাবে পরিচালনা করতে বিজিবি এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে পরিচালনা কমিটিও গঠন করা হয়।

প্রথমদিনের খেলা পরিচালনা করেন বিজিবি সদস্য নায়ক শেখ শাহিনুল ইসলাম, গুলশাখালী বর্ডারগার্ড কলেজের অধ্যক্ষ সাজীব, বিজিবি সদস্য নায়েক মো. আলাদ্দীন সহ অন্যান্যরা।

জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বলেন, বর্তমান সমাজের পরিস্থিতি বিবেচনায় যুব সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নাই। তাছাড়া শান্তি-সম্প্রীতি বজায় রেখে এই খেলায় পাহাড়ী-বাঙ্গালী সবাই অংশগ্রহণ করেছে। এটাই শান্তি সম্প্রীতির অংশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed